Inqilab Logo

শনিবার, ০৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১, ২৯ যিলহজ ১৪৪৫ হিজরী

রাজধানীতে পারিবারিক কলহের জেরে ব্যবসায়ীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৭, ৩:৩৯ পিএম

রাজধানীর ধানমন্ডিতে পারিবারিক কলহের জের ধরে এক পোশাক ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আত্মঘাতী সেই পোশাক ব্যবসায়ীর নাম আশরাফুল হোসেন মুক্তা (৫০)।

সোমবার রাত সাড়ে ১০টা নাগাদ দিকে ধানমন্ডি ১৫/এ নম্বর রোডের ২৮৭ নম্বর বাসার ১০ তলায় নিজের কক্ষে আত্মহত্যা করেন তিনি। ঢাকায় তার বাবার চারটি পোশাকের দোকান আছে বলে জানা গেছে।

মুক্তারের মেয়ে আশফিয়া জানান, গলায় ফাঁস লাগানোর বিষয়টি টের পেয়ে দরজা ভেঙে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মুক্তারকে রাত ১১টায় মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, মুক্তারের মরদেহ মর্গে রাখা হয়েছে।



 

Show all comments
  • S. Anwar ১৫ আগস্ট, ২০১৭, ৭:৪৫ পিএম says : 0
    অনেককেই বলতে শুনি-- আহাম্মক নম্বর সাত, বউয়ের সাথে আড়ি দিয়ে যে খায় না ভাত।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ