বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজধানীর পান্থপথে হোটেল ওলিও ইন্টারন্যাশনাল নামের একটি আবাসিক হোটেলে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের চালানো ‘অপারেশন আগস্ট বাইট’ শেষ হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে অপারেশন সমাপ্ত ঘোষণা করা হয়।
সিটিটিসি সূত্র জানায়, হোটেলে চালানো অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন ‘আগস্ট বাইট’। বিস্ফোরণের পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে তল্লাশি চালিয়েছে। জঙ্গি আস্তানায় সন্দেহজনক কিছু না পাওয়া যাওয়ায় অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
এর আগে রাজধানীর পান্থপথের হোটেল ওলিও ইন্টারন্যাশনালে এক জঙ্গি আত্মঘাতী হয়। ট্রলি বোমার বিস্ফোরণ ঘটিয়ে সাইফুল ইসলাম (২১) নামের ওই জঙ্গি আত্মঘাতী হয় বলে সিটিটিসি’র এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সূত্র জানায়, আত্মঘাতী ওই জঙ্গির বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলায়। ওই জঙ্গি খুলনার বিএল কলেজের শিক্ষার্থী ছিলো। গতকাল সকালে সে হিজরতে বের হয়েছিলো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।