Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিদ্ধিরগঞ্জে বিদেশী মদসহ মাইক্রোবাস আটক

| প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

সিদ্ধিরগঞ্জ (নাঃগঞ্জ) উপজেলা সংবাদদাতা ঃ ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশের হাতে আটক হয়েছে মাইক্রোবাস ভর্তি বিদেশী মদ। মাইক্রোবাসের ভিতরে ২৭টি কার্টুনে চারটি ব্র্যান্ডের ৩২০ বোতল দামী মদ পাওয়া যায়। এ ব্যাপারে সার্জেন্ট জাহিদুর রহমান বাদী হয়ে থানা মামলা দায়ের করেছেন।
জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) মোল্যা তাসলিম হোসেন জানিয়েছেন, কর্তব্যরত সার্জেন্ট জাহিদুর রহমান, এটিএসআই শাহজাহান ও কনষ্টেবল মাহবুব ঢাকাগামী একটি নোয়া (ঢাকা মেট্রো-চ-৫১-৩৬২৮) গাড়িকে সংকেত দেয় থামানোর জন্য। চালক সংকেত না মেনে গাড়ীটি নিয়ে চলে যেতে শুরু করলে ওই সার্জেন্ট ও এটিএসআই হোন্ডা নিয়ে ধাওয়া করে মাইক্রোবাসটি থামানোর জন্য। অল্প কিছু দূর যাওয়ার পর মাইক্রোবাসটি জ্যামে আটকে যায়। তখন গাড়ীটি ফেলে রেখে চালক পালিয়ে যায়। পরে গাড়ীতে তল্লাশি চালিয়ে ২৭ টি কার্টুনে ভরা ৩২০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয় । মদের আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ