বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুরের মধুখালী পৌরসভার ৬নং ওয়ার্ড শ্রীপুর গ্রামে মাটি ভরাটের মাধ্যমে কালভাটের মুখ বন্ধ করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, শ্রীপুর গ্রামের মৃত দলিল উদ্দীন সরদারের পুত্র জাহাঙ্গীর সর্দার পানি নিস্কাশনের সরকারি কালভার্ট দখল করে মাটি ভরাটের ফলে শ্রীপুর, ভাটিকান্দি, মথুরাপুর গ্রামের বহু পরিবার জলাবদ্ধতায় নিমজ্জিত। আবাদি ফসলের জমিও ক্ষতিগ্রস্থ হচ্ছে। সরেজমিনে দেখা যায়, বাশতলা গোপালদী মাহমুদুন নবী পিয়ারা মিয়া সড়কের শ্রীপুর ভাটিকান্দি মথুরাপুর সংযোগস্থলে মরা কুমার নদীর পানি নিস্কাশনের জন্য সরকারি ভাবে স্থাপিত পাকা কালভার্টের উত্তর অংশের মুখ মাটি ভরাট করে বন্ধ করে ফেলেছেন। যার কারণে এলাকায় জলাবদ্ধাতার সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতা নিষ্কাশন ও বিষয়টি সুরাহার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) আর.এম সেলিম শাহ নেওয়াজ এর সাথে স্থানীয় জনগণের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাংগঠিনক সম্পাদক এমএম বাবুল আক্তার, পৌর আ’লীগের সভাপতি হাজী মোহাম্মদ আলী মিয়া, সাধারণ সম্পাদক মির্জা আক্তারুজ্জামান খোকন, স্থানীয় কাউন্সিলর হাজী মোঃ জাহিদুল ইসলাম জিন্নাহ। স্থানীয়রা সহকারী কমিশনার (ভ‚মি) এর উপস্থিতিতে অভিযুক্ত জাহাঙ্গীরের বিরুদ্ধে সরকারি খাসজমিসহ ব্যক্তিগত ও মাজারের জমি দখলের অভিযোগ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।