Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নরসিংদীর চাঞ্চল্যকর দীপ্তি ভৌমিক হত্যা মামলা

| প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

প্রীতমের মেডিক্যাল পরীক্ষায় পুলিশি নির্যাতনের প্রমাণ
স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : নরসিংদীর প্রীতম ভৌমিকের উপর পুলিশী নির্যাতনের প্রমান পাওয়া গেছে। জেলা ও দায়রা জজ’র নির্দেশে নরসিংদীর সিভিল সার্জনের দেয়া মেডিকেল পরীক্ষার রিপোর্টে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন’র কথা উল্লেখ করেছেন। শরীরের ৪টি স্থানে এসব আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে।
আইনজীবীদের মতে এই রিপোর্টের মধ্য দিয়ে প্রমানিত হয়েছে যে, পুলিশ প্রীতমের উপর নির্যাতন চালিয়ে তার কাছ থেকে জোরপূর্বক তার মাকে হত্যা করার স্বীকারোক্তি আদায় করেছে। জেলা জজ পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তাক আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য এবং ৪৫ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট আদালতে পেশ করার জন্য। কিন্তু খবর নিয়ে জানা গেছে পুলিশ সুপারের পক্ষ থেকে নরসিংদী সদর মডেল থানায় এখনো পর্যন্ত এ মর্মে কোন নির্দেশ পাঠানো হয়নি। এদিকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভায় নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোর্শেদ শাহরিয়ার বিনা মামলা বিনা ওয়ারেন্ট এবং কোনো প্রকার প্রমানাদি ছাড়া প্রীতম সাহাকে বাড়ী থেকে ডেকে নিয়ে ৪ দিন ডিবি অফিসে আটকে রেখে তার উপর অমানুষিক শারীরিক নির্যাতন করে মা কে হত্যা করার মিথ্যা জবানবন্দী আদায়ের ঘটনা উল্লেখ করেন পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন।
এদিকে প্রীতমের পিতা প্রদীপ ভৌমিক ও তার ভগ্নিপতি মামলার বাদী নয়ন সাহা জানিয়েছেন, প্রকৃত হত্যাকারীদেরকে আড়াল করার জন্যই পুলিশ নিরপরাধ প্রীতম ভৌমিককে শারীরিক নির্যাতন করে মায়ের হত্যাকারী হিসেবে জবানবন্দী আদায় করেছে। প্রিতমের বড় বোন প্রিয়াঙ্গা সাহা জানিয়েছেন, তার ভাই প্রীতম ভৌমিক একজন নিরীহ স্কুল ছাত্র। বিনা দোষে তাকে নির্যাতন করে তার মুখ থেকে স্বীকারোক্তি আদায় করেছে পুলিশ। পুলিশ নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য তার ভাই প্রীতমকে মামলার আসামী বানিয়েছে।
মামলার বাদী নয়ন সাহা জানিয়েছেন, আমি মামলার বাদী, পুলিশ আমাকে তদন্ত কার্যে কোন গুরুত্ব দিচ্ছে না। আমার কোন পরামর্শ গ্রহণ করছে না। উপরন্তু আমাকে ক্রয় ফায়ারের ভয় দেখানো হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ