Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শতাধিক নারীর ছবি পর্ন ভিডিওসহ আটক ২

| প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : শতাধিক নারীর প্রায় ১৫ হাজার ছবি ও বিপুল পরিমাণ পর্ন ভিডিওসহ দুজনকে আটক করেছে র‌্যাব। এরা হলেন- আলামিন শেখ ওরফে সবুজ (২৬) ও শাহাদাত হোসেন মধু (২৫)। র‌্যাব-৩ এর অধিনায়ক তুহিন মোহাম্মদ মাসুদ জানিয়েছেন, গত সোমবার গোপালগঞ্জের মকসুদপুরের সোর্দি গ্রাম থেকে মধুকে ও আগের দিন ঢাকা মেডিকেল কলেজ এলাকা থেকে সবুজকে করা হয়। গতকাল বিকালে রাজধানীতে র‌্যাবের অধিনায়ক সাংবাদিকদের বলেন, সুবজের দেয়া তথ্যানুযায়ী সকালে সোর্দি গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পর্ন ভিডিও, শতাধিক নারীর প্রায় ১৫ হাজার ব্যক্তিগত ছবিসহ একটি করে ল্যাপটপ ও কম্পিটার এবং নয়টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এই চক্রটি সামাজিক যোগাযোগের অ্যাপ ইমোর মাধ্যমে নারীদের ব্যক্তিগত ছবি সংগ্রহের পর তাদের জিম্মি করে ব্যক্তিগত দৈহিক সম্পর্ক গড়ে। কোনো নারী কোনো দোকানে গান ডাউনলোড করতে বা মোবাইল মেরামত করতে গেলে সেই দোকানদার তা মোবাইলে ইমো চালু করে এবং ডাটা চুরি করে। কয়েকটি অভিযোগ আসার পর এই নিয়ে তদন্ত করতে গিয়ে চক্রটির সন্ধান পাওয়ার কথা জানান র‌্যাব। এই চক্রের বাকি সদস্যদের আটকের চেষ্টার পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেয়া হচ্ছে বলে র‌্যাব সূত্রে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ