Inqilab Logo

রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ যিলহজ ১৪৪৫ হিজরী

দেশের সকল ধর্মের মানুষ সুখে শান্তিতে নির্বিঘে বসবাস করছে : এমপি হারুন

| প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা : ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের এমপি, ধর্ম মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বিএইচ হারুন বলেছেন, বঙ্গবন্ধু সারা জীবন একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছেন। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অসম্প্রদায়িক বাংলাদেশ বির্নিমানের লক্ষে কাজ করে যাচ্ছেন। যারা বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানাতে চায় তারা সফল হতে পারবে না। এটা প্রধানমন্ত্রীর অঙ্গীকার। তিনি গতকাল রাজাপুর ও কাঠালিয়ায় হিন্দু ধর্মালম্বীদের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিএইচ হারুন বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় ভারত নানাভাবে সহযোগীতা করেছেন। আমরা এজন্য বন্ধুপ্রতীম ভারত সরকারের ওপর বাংলাদেশের জনগন রাজি ও খুশি। বর্তমানে হিন্দু ও মুসলিম একত্রে সৌহদ্যপূর্ণ্যভাবে নির্বিঘে শান্তিপূর্ণভাবে বিভিন্ন উৎসব পালন করে আসছে। যার ফলে দেশের মানুষ অসম্প্রদায়িক মনোভাবে সুখে শান্তিতে বসবাস করছে। এর আগে তার নির্বাচনী এলাকা রাজাপুর ও কাঁঠালিয়া পৃথক দুই উপজেলার আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ