Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাতকে আ’লীগের দুই চেয়ারম্যানের হাতাহাতির ঘটনায় মামলা দায়ের

| প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা : ছাতক উপজেলা পরিষদের সমন্বয় সভা শেষে পরিষদ আঙ্গিনায় আ’লীগের দুই চেয়ারম্যানের হাতাহাতির ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় আ’লীগ নেতা ও পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর সমর্থিত কালাম গ্রæপের সিংচাপইড় ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন মো. সাহেলকে প্রধান আসামি করে ৭ জনের নামে দ্রæত বিচার আইনে মামলা দায়ের করেন উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা বিল্লাল আহমদ। মামলায় আবুল হাসনাত, বাবুল মিয়া, আব্দুল কাইয়ুম, জসিম উদ্দিন, আবুল খয়ের, শাহিন মিয়াকে আসামি করা হয়। মামলার প্রেক্ষিতে রোববার রাতে পুলিশ আবুল খয়ের নামের এক আসামিকে গ্রেফতার করে গতকাল সোমবার জেলহাজতে প্রেরণ করে। গত ১০আগষ্ট উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন ও সমন্বয় সভাশেষে আ’লীগের বিবদমান দু’গ্রæপ সমর্থিত দুই চেয়ারম্যানের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলে উপজেলা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দু’গ্রæপের কর্মী সমর্থকরা পৃথকভাবে পাল্টাপাল্টি প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে। গোবিন্দগঞ্জে এমপি মুহিবুর রহমান মানিক সমর্থকরা সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক ও গোবিন্দগঞ্জ-ছাতক সড়ক অবরোধ করে। এদিকে ছাতক শহরে পৌর মেয়র আবুল কালামা চৌধুরীর কর্মী সমর্থকরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। এ ঘটনার চারদিন পর থানায় মামলা ও আসামি গ্রেফতারের ঘটনায় আবারো দু’গ্রæপের সংঘাত-সংঘর্ষ আশঙ্কা রয়েছে বলে অভিজ্ঞমহল মনে করছেন। ছাতক পৌরসভা মেয়র আবুল কালাম চৌধুরী মিথ্যা মামলা দায়ের করে নেতাকর্মীকে হয়রানীর তীব্র নিন্দা ও মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ