প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক, প্রযোজক এবং শিল্পপতি অনন্ত জলিল আন্তর্জাতিক মিডিয়ার খবরে পরিণত হয়েছেন। সিনেমার জন্য নয়, ইসলাম ধর্মের প্রতি তার অনুরাগ এবং এর প্রচার কাজে নিজেকে নিয়োজিত করায় তিনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দৃষ্টি কেড়েছেন। স¤প্রতি তিনি তাবলিগ জামায়াতে যোগ দিয়েছেন। ঘোষণা দিয়েছেন, আগামী এক বছর নিজেকে ইসলামকেন্দ্রিক কার্যক্রমের সঙ্গে জড়িত রাখবেন। তার এ সংবাদ প্রকাশ করেছে এএফপি, দ্য ডেইলি মেইল, আরব নিউজ, ইন্ডিয়ান নিউজসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম। এএফপির সঙ্গে সরাসরি কথাও বলেছেন তিনি। এএফপিকে অনন্ত বলেন, আল্লাহ আমাদের তৈরি করেছেন। আমি তার শুকরিয়া আদায় করতে চাই। যদি আমি তরুণ প্রজন্মের কাছে ইসলামের বাণী পৌঁছে দিতে পারি তারা উপকৃত হবেন। তারা নবীর পথের অনুসারী হবেন এবং পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। গত ২৯ জুলাই থেকে আনন্ত ধানমন্ডির তাকওয়া মসজিদে তিন দিনের তাবলিগ জামাতে ছিলেন। এসময় তিনি ধানমন্ডির রবীন্দ্র সরোবরে উপস্থিত থেকে সবাইকে ইসলামের দাওয়াত দেন। সেসময়ের কিছু ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। তারপরই আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হন তিনি। গত জানুয়ারিতে স্ত্রী বর্ষাকে সঙ্গে নিয়ে ওমরাহ পালন করেন এই জনপ্রিয় নায়ক। এদিকে অনন্ত অনেক আগে থেকেই বিভিন্ন সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। অসহায় দরিদ্রদের পাশে দাঁড়ানো এবং অসুস্থ্য শিশুদের নিজ খরচে দেশের বাইরে চিকিৎসা করানোর মতো মানবিক কাজে নিজেকে জড়িয়েছেন। তার প্রতিষ্ঠিত বেশ কয়েকটি সেবামূলক প্রতিষ্ঠান রয়েছে। ইতোমধ্যে তিনটি এতিমখানা প্রতিষ্ঠার পাশাপাশি সাভারের হেমায়েতপুরের ধল্লা গ্রামে একটি বৃদ্ধাশ্রম করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।