Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিরোজপুরে ইসলামী ব্যাংকের বৃক্ষ রোপণ কর্মসূচি

| প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

পিরোজপুর জেলা সংবাদদাতা: পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরন করেছে ইসলামী ব্যাংক পিরোজপুর শাখা। এ উপলক্ষে গতকাল পিরোজপুর সদরের ধুপপাশা এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ইসলামী ব্যাংকের পিরোজপুর শাখা প্রধান এ এইচ এম মোস্তফা কামাল ব্যাংকের ক্রমবর্ধমান কল্যানমূলক কার্যক্রমের অগ্রগতিকে এগিয়ে নেয়ার জন্য উপস্থিত সকলকে হিসাব খোলা এবং বেশী বেশী ডিপোজিট রাখার আহবান জানান। এর আগে ব্যাংকের কল্যানমূলক কার্যক্রমের বর্ণনা দিয়ে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প কর্মকর্তা আব্দুস সালাম মল্লিক। সহকারী প্রকল্প কর্মকর্তা মো: নাসির উদ্দিন হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রকল্প কর্মকর্তা মো: শওকত আলী, জুনিয়র ইউনিট অফিসার আব্দুস সালাম ও ফিল্ড অফিসার জুহিরুল ইসলাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ