Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপ্তাই শিক্ষার্থীদের কীটনাশকমুক্ত মশারি বিতরণ

| প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদাতা: কাপ্তাই সুইডিশ পলিটেকনিক ইনস্টিটিউটে প্রথম বারেরমত ব্র্যাক সংস্থার পক্ষ হতে গতকাল সোমবার আবাসিক শিক্ষার্থীদের মধ্যে ৩৬৬ টি কীটনাশকমুক্ত দীর্ঘস্থায়ী মশাড়ি আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম। এবং পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ প্রকৌশলী আশুতোষ নাথ, উপাধ্যক্ষ প্রকৌশলী মিজানুর রহমান, মাশাড়ি গ্রহণ করেন আবাসিক হোস্টেল সুপার ও মেকানিক্যাল প্রধান মাহাবুব উল-আলম, ব্র্যাক উপজেলা কর্মকর্তা আরিফুল হক, সাংবাদিক কবির হোসেন এবং সকল বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। ব্র্যাক কর্মকর্তারা বলেন, সকল প্রতিষ্ঠানে এ মশাড়ি বিতারণ করা হয়। এ যাবত ৩৭ হাজার ৬শ ৪৬টি মশাড়ি সরকারী ও বেসরকারীভাবে বিতরণ করা হয়েছে। আরো বিতরণ করার কার্যক্রম হাতে নেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ