Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাটমোহরের হাট-বাজারে সবজির দাম আকাশছোঁয়া

| প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা: পাবনার চাটমোহর ও সুজানগরে সবজির দাম এখন আকাশ ছোঁয়া। চাটমোহরের হাট-বাজারে যে কোন সবজি এখন ৪০ টাকা থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বেড়েছে পেঁয়াজের দামও। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১শ’ টাকা কেজি। নি¤œমধ্যবিত্তরা বাজারে গিয়ে চোখে অন্ধকার দেখছে। বাজারমনিটরের কোন ব্যবস্থা নেই। হাট-বাজারে আকাশ ছোঁয়া দামে সবজি বিক্রি হচ্ছে। এতে নিম্ন আয়ের মানুষের পক্ষে সবজি কেনা অসম্ভব হয়ে পড়েছে। সরেজমিন হাট-বাজারে গিয়ে দেখা যায়, বেগুন, পটল, কচু, ঝিঙে এবং করলাসহ অধিকাংশ সবজির দাম প্রতি কেজি ৫০টাকা। আর কাচা মরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১০০টাকা দরে। গ্রাম-গঞ্জের হাট-বাজারে ওই সব সবজির দাম আরো বেশি। বেগুন গ্রাম-গঞ্জের হাট-বাজারে ৬০টাকা কেজি দরে কিনতে হচ্ছে। আর প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে ১০০থেকে ১১০টাকা দরে। হাট-বাজারে সবজির বর্তমান এই চড়া মূল্যে নি¤œ আয়ের মানুষের পক্ষে সবজি কেনা অসম্ভব হয়ে পড়েছে। মধ্যবিত্ত ও উচ্চবিত্ত আয়ের মানুষ সবজি কিনতে পারলেও আগে যারা ওই সকল সবজি এক কেজি কিনতেন বর্তমানে তারা আধা কেজি কিনছেন। ভুক্তভোগী ক্রেতারা অভিযোগ করে বলেন বাজারে ওই সকল সবজির আমদানি প্রচুর থাকলেও ব্যবসায়ীরা অধিক লাভের আশায় দাম বাড়িয়েছে। তবে সবজি ব্যবসায়ীরা জানান, অতি বৃষ্টিতে ক্ষেতে সবজি নষ্ট হয়ে যাওয়ায় হাট-বাজারে আমদানি কম। সেকারণে দাম বৃদ্ধি পেয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ