Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দৌলতদিয়া ঘাট এলাকায় শুরু হয়েছে নদীভাঙন

| প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ফের পদ্মায় পানি বৃদ্ধি : ঈদ যাত্রায় ভোগান্তির আশঙ্কা
গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা: ঈদুল আযহার আর মাত্র কয়েক দিন বাকি। সপ্তাহ খানেক পড়েই কুরবানির পশুর গাড়ির চাপ হবে দৌলতদিয়া ফেরি ঘাটে, আবার নতুন করে গত কয়েকদিনে পদ্মায় পানি বৃদ্ধির সাথে সাথে দুই, তিন এবং চার নম্বর ফেরিঘাট এলাকায় শুরু হয়েছে নদী ভাঙন। স্থানীয়রা আশংঙ্কা করছে যদি এই অবস্থা চলতে থাকে তবে কুরবানির আগে দৌলদিয়া ঘাটে ভোগান্তি আরো বাড়বে। যদিও জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। কর্তৃপক্ষ বলছে স্থায়ী ব্যবস্থা গ্রহনের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
গত বছর কুরবানির ঈদের সময় দৌলতদিয়া ঘাটের চারটি ঘাটের সবগুলো ঘাট ভাঙনের কারনে বন্ধ ছিল। সে সময় ভোগান্তিতে পড়েছিল যাত্রী, চালক ও পশু ব্যাবসায়ীরা। চলতি বছরের জুন-জুলাই মাসের বেশির ভাগ সময় নদীর তীব্র স্রোত আর ভাঙনের কারণে ঘাট এলাকায় প্রতিদিন চার থেকে পাঁচ কিলোমিটার জানজট থেকেছে। জুলাই মাসের শেষে দৌলতদিয়া ঘাট এলাকায় নতুন একটি ঘাট তৈরি করায় ভোগান্তি কিছুটা কমলেও গত শুক্রবার থেকে ফেরি সংকট, পদ্মায় পানি বৃদ্ধি আর ভাঙন শুরু হওয়ায় ঘাট এলাকায় দেখা দিয়েছে যানজটের।
যশোর থেকে ছেড়ে আসা ট্রাক চালক আমিরুল ইসলাম জানান, দৌলতদিয়া ঘাটে দুই থেকে তিন দিন আটকে থাকতে হচ্ছে তাদের, আর বৃষ্টির কারনে নষ্ট হচ্ছে গাড়িতে থাকা চাল, খাদ্য দ্রব্য কাঁচামালসহ বিভিন্ন পন্য। তা ছাড়া সময় মতো পন্য পৌছে দিতে না পারায় বাড়ছে পরিবহন খরচ। তারা অভিযোগ করেন ঘাট এলাকায় রাতের বেলা নিরাপত্তা হীনতায় ভুগেন তারা অনেকে আবার খুইয়েছেন মোবাইল মানিব্যাগ।
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল জানান, পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলা শুরু করেছে এরই মধ্যে ৪০ হাজার জিও ব্যাগ ফেলা শেষ হয়েছে এই জিও ব্যাগে ভাঙন রোধ করা সম্ভব হবে না দরকার স্থায়ী ব্যবস্থা। এই ভাবে ভাঙন অব্যহত থাকলে আসছে ঈদে ঢাকামুখি পশুর গাড়ি আর ঘরমুখো মানুষের ভোগান্তি বাড়বে।
পানি উন্নয়ন বোর্ড রাজবাড়ীর সাব এ্যাসিটেন্ট ইঞ্জিনিয়ার মোঃ নুরুন্নবী জানান, বর্তমানে দৌলতদিয়া ঘাট এলাকায় ভাঙন অব্যহত, জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা শুরু করা হয়েছে, আর স্থায়ী ভাবে ব্যাবস্থা গ্রহনের জন্য রাজবাড়ীর জেলা প্রশাসন বিআইডবিøউটিএ বিআইডবিøউটিসি সকলে মিলে সভার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহন করে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে গত ২৪ ঘন্টায় রাজবাড়ীর পদ্মায় পানি বৃদ্ধি পেয়েছে ৩২ সেন্টিমিটার।
আর বিআইডবিøউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক সফিকুল ইসলাম জানান, দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১৬ টি ফেরির মধ্যে ৩ টি বিকল থাকায় ১৩ টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে। নদীতে ¯্রােত থাকায় যানবাহনের দীর্ঘ্য সাড়ি তৈরি হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ