রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা: গাজীপুর জেলার শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া কমিউনিটি ক্লিনিক সস্ত্রীক পরিদর্শন করেছেন দূর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সেবার মান দেখতে তিনি ক্লিনিকে আসেন। এসময় ক্লিনিকে স্বাস্থ্য সেবা নিতে আসা রোগীদের সাথে আলাপ আলোচনা করে খোঁজ খবর নেন এবং সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন- গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ফারজানা মান্নান, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মাসুম রেজা, শ্রীপুর থানার ওসি আসাদুজ্জামান, প্ল্যান বাংলাদেশ-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোবারক হোসেন, কমিউনিটি ক্লিনিকের সভাপতি ও শ্রীপুর পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো: হাবিবুল্লাহ্ প্রমুখ। পরিদর্শন শেষে দুদুক চেয়ারম্যান সাংবাদিকদের জানান, বাংলাদেশ সরকারের স্বাস্থ্য খাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কমিউনিটি ক্লিনিকগুলো। প্রান্তিক এলাকায় চিকিৎসার অন্যতম ভরসা কমিউনিটি ক্লিনিক। তিনি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য সেবার মান আরো বাড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরামর্শ দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।