Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাধবপুরে হাওরে সফল হাঁসের খামার

| প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

মাধবপুর (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বিভিন্ন হাওরে হাঁস পালন করে লাভবান হচ্ছেন খামারিরা। হাওরে হাঁস পালন অনেক খামারি এখন সফল হয়েছেন। স্বল্প পুঁজিতে লাভ হওয়ায় অনেক খামারি এখন হাঁস পালনে আগ্রহী হয়ে উঠেছেন। মাধবপুর উপজেলায় ৫০টির বেশি হাঁসের খামার রয়েছে। যা থেকে প্রতিদিন ডিম সংগ্রহ করে পুষ্টির চাহিদা মেটানো হচ্ছে। উপজেলার নাজিরপুর গ্রামের সফল খামারি মইন উদ্দিন জানান, বৈশাখ মাসে বাচ্চা তুলে হাঁসের খামার গড়ে তুলেন। তার খামারে এখন ৬শ অধিক হাঁস রয়েছে। ৬/৭বছর ধরে সে হাওর এলাকায় এ খামার পরিচালনা করছেন। হাওড়ে হাঁস পালনে তেমন খরচ নেই। প্রাকৃতিক ভাবেই হাঁস নিজেদের খাবার নিজেরা খেয়ে থাকে। মাঝে মধ্যে গম ও ধান খাবার হিসেবে দিতে হয়। এখন প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা। তার খামার দেখাশুনার জন্য ২ জন শ্রমিক রয়েছে। যারা হাঁস দেখভালের কাজ করে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সঞ্জিব দেব জানান, মাধবপুরে বিভিন্ন হাওর ও ছোট ছোট খালে প্রায় ৫০টির বেশি হাঁসের খামার রয়েছে। য্ াথেকে দেশি ডিম উৎপাদিত হয়। উপজেলা প্রাণিসম্পদ অফিসের পক্ষ থেকে খামারিদের সব রকম পরামর্শ ও হাঁসের চিকিৎসা সুবিধা ও ঔষধ দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ