Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৬৭ বছর জীবনে ৪৫ বছরই আত্মগোপন অতঃপর মৃত্যু

| প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা: ৬৭ বছর জীবনে ৪৫ বছর ধরেই আত্মগোপন থাকা ঝিনাইদহের এক চরমপন্থি নেতার মৃত্যু হয়েছে। আনোয়ার হোসেন দেবু (৬৭) নামে এই চরমপন্থি নেতা রোববার রাতে রাজবাড়ি সদর হাসপাতালে মৃত্যু বরণ করেন। গতকাল সোমবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ভরতপুর গ্রামে তাকে দাফন করা হয়। তিনি ভরতপুর গ্রামের মৃত আনসার আলীর ছেলে। মৃতুকালে তিনি স্ত্রী, ৬ মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। খবর পেয়ে ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ও স্থানীয় মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খরুশিদ আলম জানাযার নামাজে শরীক হন। আনোয়ার হোসেন দেবুর একমাত্র ছেলে রাসেল জানান, মৃত্যুর খবর পেয়ে রোববরার রাতেই তার পিতার লাশ গভীর রাতে বাড়িতে আনা হয়। তার পিতা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে রাসেল জানান। তথ্য নিয়ে জানা গেছে, আনোয়ার হোসেন দেবু যুবক বয়সে মাঠে কৃষি কাজ ও রাস্তায় মাটি কেটে জীবিকা নির্বাহ করতেন। এরপর চরমপন্থায় উদ্বুদ্ধ হয়ে ২২ বছর বয়সে যোগ দেন বিপ্লবী কমিউনিষ্ট (হক গ্রæপ) পার্টিতে। দীর্ঘ ৪৫ বছর আত্মেগোপনে থাকা পরিবার পরিজন থেকে বিচ্ছন্ন দেবুর অবশেষে গোপন রাজনৈতিক জীবনের অবসান ঘটে। গতকাল সোমবার সাকাল থেকে দুর দুরান্ত থেকে বহু মানুষ চরমপন্থি নেতা দেবুর লাশ দেখার জন্য ভরতপুর গ্রামে ভীড় জমাতে থাকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ