Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইবি ছাত্রী পাঁচ দিন ধরে নিখোঁজ

| প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার মোকিমপুর গ্রাম থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী স্মৃতি খাতুন নিখোঁজ হয়েছেন। নিখোঁজের পাঁচ দিনেও তার সন্ধান মেলেনি। এ বিষয়ে ইবি থানায় একটি সাধারণ ডয়েরি ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। স্মৃতি খাতুন হরিণাকুন্ডুর মোকিমপুর গ্রামের মনোয়ার হোসেনের মেয়ে। স্মৃতির চাচাতো ভাই মাসুম রানা জানান, গত বুধবার সকালে স্মৃতি ক্যাম্পাসের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। সেই থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। তাকে না পেয়ে চাচা ঝিনাইদহ ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানায় একটি সাধারণ ডায়েরি করেন। স্মৃতি খাতুন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ছাত্রী। স্মৃতির পিতা মনোয়ার হোসেন জানান, স্মৃতি ক্লাস করার উদ্দেশ্যে বুধবার সকালে বাসা থেকে বের হয়। এরপর সে আর বাড়িতে ফেরেনি। আত্মীয়-স্বজনদের বাসায় খোঁজ নেয়া হয়েছে। কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যাচ্ছে না। স্মৃতি বিবাহিত বলেও পিতা মনোয়ার হোসেন জানান। তিনি অভিযোগ করেন, স্মৃতি কলেজে পড়ার সময় হরিণাকুন্ডু উপজেলার হরিশপুর গ্রামের আবুল হোসেনের ছেলে রণি তার মেয়েকে কিডন্যাপ করার হুমকী দেয়। সে সময় রণি হুমকী দিয়ে আমার মেয়ের কাছে বলেছিলো এমন এক দিন আসবে যখন তোমার বাবাকে আমার পা ধরতে হবে। এতে ওই ছেলের প্রতি তার সন্দেহ জন্মেছে বলেও স্মৃতির বাবা জানান। এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাকে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এছাড়াও দেশের সব থানায় তার ছবি এবং তথ্য দেয়া হয়েছে বলেও জানান ওসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ