বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : সাদার্ন ইউনিভার্সিটিতে ব্রিটিশ কাউন্সিল ইংরেজি বই পড়া প্রতিযোগিতার-১৭ পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল (রোববার) হল রুমে অনুষ্ঠিত হয়। ব্রিটিশ কাউন্সিল ও সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ যৌথভাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাদার্ন ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মোঃ নুরুল মোস্তফা। তিনি বলেন, যোগাযোগ দক্ষতার জন্য ইংরেজি জানা আবশ্যক। ইন্টারনেটসহ তথ্য প্রযুক্তির সব কিছুই ইংরেজিতে। সাদার্ন ইউনিভার্সিটি শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষতা অর্জনের ব্যাপারে যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকে। ব্রিটিশ কাউন্সিলের ইংরেজি পড়া প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা ইংরেজি শিখার সুযোগ পাচ্ছে। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষার প্রতি উৎসাহ দেবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. শরীফুজ্জামান, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. ইসরাত জাহান, ইংরেজি বিভাগের প্রধান শাফিন মোহাম্মদ জন ও শিক্ষক, শিক্ষার্থীরা।
কাল হাজারী লেইন যাচ্ছেন -ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্ আহমদী
প্রেস বিজ্ঞপ্তি : আল্লামা অধ্যক্ষ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্ আহমদী আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় হাজারী লেইনস্থ খানকাহ শরীফে আসবেন। তিনি বেলা সোয়া ১টায় জোহর নামাজে ইমামতি করবেন। নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও অগ্রগতি কামনা করে তিনি মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত পরিচালনা করবেন। এতে সকলকে যথাসময়ে উপস্থিত হতে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।