Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

চট্টগ্রামে পুকুরে ড্রামভর্তি গলিত লাশ

| প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

 চট্টগ্রাম ব্যুরো : নগরীর এনায়েত বাজার রানীর দীঘি থেকে ড্রামভর্তি গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল (রোববার) বেলা আড়াইটায় স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ড্রামটি উদ্ধার করে। পরে তাতে তল্লাশি চালিয়ে অজ্ঞাত এক যুবকের লাশ পাওয়া যায়। লাশের অর্ধেক ড্রামের নিচের অংশে সিমেন্টের মধ্যে ছিল। বাকি অংশটি ছিল বাইরে। 

পুলিশ ধারণা করছে, হতভাগ্য ওই ব্যক্তিকে হত্যার পর অর্ধেক সিমেন্টে ভর্তি ড্রামে ঢুকিয়ে রাখা হয়। পরে ড্রামে ঢাকনা দিয়ে পুকুরে ফেলে দেয়া হয়। কোতোয়ালী থানার ওসি জসিম উদ্দিন জানান, লাশের পরিচয় পাওয়া যায়নি। তবে এটি কোন যুবকের লাশ বলে ধারণা করা হচ্ছে। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কেসিসি’র সদ্য ঘোষিত বাজেটে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ