Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিচার বিভাগের মর্যাদা রক্ষায় আইনজীবীদের বিকল্প নেই -এম.এ রকিব এডভোকেট

| প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

সিলেট অফিস : সম্প্রতি ষোড়শ সংশোধনী বাতিলের রায় ঘোষণার পর সৃষ্ট অপ্রত্যাশিত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি এডভোকেট মাওলানা আব্দুর রকিব এক বিবৃতিতে দেশের সকল বিজ্ঞ আইনজীবীগণের প্রতি বিচার বিভাগ নিয়ে নিরপেক্ষ মনোভাব পোষণ কর ঐক্যমতের ভিত্তিতে বিচার বিভাগের পবিত্রতা ও মর্যাদা রক্ষার জন্য দেশের সর্বোচ্চ আদালতের সর্বসম্মত রায় নিয়ে বিরোধ মনোভাব পরিহার করে সমন্বয় করার প্রচেষ্টায় সরকারকে সম্মত করার জন্য দেশের সকল বিজ্ঞ আইনজীবীদের ঐক্যব্ধ প্রচেষ্টার বিকল্প নেই। বর্তমান বিচার বিভাগ নিয়ে চরম পরিস্থিতি নিরসনের কল্পে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দলীয় মনোভাব পরিহার করে দেশের সকল সম্মানীত বিজ্ঞ আইনজীবীগণকে বিচার বিভাগের পবিত্রতা ও মর্যাদা রক্ষার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি, সুপ্রীম কোর্টের এডভোকেট মাওলানা আব্দুর রকিব এক বিবৃতি প্রদান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ