Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে পেঁয়াজের বেজায় ঝাঁজ!

| প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

সিলেট অফিস: কোরবানীর ঈদ আসতে না আসতেই সিলেটের বিভিন্ন বাজারে পেঁয়াজের ঝাঁঝ বেড়েগেছে। কেজিতে গত এক সপ্তাহে বেড়েছে প্রায় দ্বিগুন। এতে সাধারন ক্রেতারা পড়েছেন চরম বিপাকে। সিলেটের কয়েকটি কাঁচাবাজার ঘুরে জানা যায়, সপ্তাহখানেক আগেও কেজিপ্রতি পেঁয়াজের দাম ছিল ২০ থেকে ২২ টাকা। কিন্তু গত এক সপ্তাহে পেঁয়াজের দাম বাড়তে বাড়তে বর্তমানে ৪৫ থেকে ৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
সোবহানীঘাটের হাজী নোয়াব আলী কাঁচাবাজারের পাইকারি ব্যবসায়ী ইসরাত ট্রেডার্সের সত্ত¡বাধিকারী হাসান আলী জানান, পেঁয়াজের সংকট রয়েছে। এজন্য দাম বাড়ছে। তবে সাধারণ ক্রেতারা আচমকা পেঁয়াজের দাম বৃদ্ধির জন্য ব্যবসায়ীদেরকেই দোষছেন। সাব্বির আহমদ নামের এক ক্রেতা অভিযোগ করেন ‘ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরী করে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে।’ না হয় ঈদ এর আগেই লাগাম টেনে ধরা প্রয়োজন। না হয় আমরা সাধারন ক্রেতারা বাচতে পারবনা।
এদিকে, শুধু পেঁয়াজই নয়, কাঁচা মরিচের দামও বেড়েছে অস্বাভাবিক হারে। মাসখানেক আগেও প্রতি কেজি কাঁচা মরিচের দাম ছিল ৩০ থেকে ৩৫ টাকা। বর্তমানে পাইকারি বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।
সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার বলেন, বাজার মনিটরিংয়ের জন্য আলাদা টিম গঠন করা হয়েছে। শিঘ্রই মাঠে নামবে। সিন্ডিকেট করে দাম বাড়ানোর প্রবনতা দেখলেই ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ