বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বন্দর থানাধীন নিমতলি এলাকায় রোববার সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে।বন্দর থানার এসআই মোহাম্মদ হালিম জানান, রাস্তার গর্তে পড়ে ৪০ ফুট কন্টেইনারবাহী একটি লংট্রেইলার উল্টে যায়। টেইলরে থাকা কন্টেইনারটি পাশে থাকা একটি অটোরিকশাকে চাপা দেয়।
এতে অটোরিকশায় থাকা চার যাত্রীর মধ্যে দুইজন ঘটনাস্থলেই মারা যান। আহত হন অপর দুই অটোযাত্রী ও এক পথচারী।
তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরো একজনের মৃত্যু হয়।
এসআই হালিম আরো জানান, কন্টেইনারটি তৈরি পোশাকে ভর্তি ছিল। ঢাকা থেকে আসা কন্টেইনারটি জাহাজে তোলার জন্য বন্দরে নিয়ে যাওয়া হচ্ছিল।
ট্রেইলার উল্টে যাওয়ায় ব্যস্ততম পোর্ট কানেকটিং সড়ক ও নিমতলা মোড়ে তীব্র যানজটের সৃষ্টি হয় বলে এসআই জানান।
হতাহতদের মধ্যে সাইদুল হক নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তার বাড়ী লক্ষ্মীপুর জেলায়। তিনি পেশায় একজন ট্রেইলার চালক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।