Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

শিপন দাস ও কিশোর আলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে মাও. আবদুল লতিফ নেজামী

সিন্ডিকেটিভ অপতৎপরতার উদঘাটন জরুরি

| প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী পবিত্র কা’বা ঘরের ওপর শিবমূর্তি স্থাপন করে ফেসবুকে শিপন দাসের স্ট্যাটাস ও দৈনিক প্রথম আলোর কিশোর ম্যাগাজিন কিশোর আলোতে গরুর গোশ্ত খাওয়া নিয়ে কটাক্ষ সম্বলিত কার্টুন প্রকাশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন। তিনি বলেন, একশ্রেণীর লোকের একের পর এক ইসলামবিরোধী সিন্ডিকেটিভ কর্মকাÐ রহস্যজনক। দৈনিক প্রথম আলো এবারই নয় বরং এর আগেও মানুষের ধর্মীয় অনুভুতিতে আঘাতসম্বলিত স্যাটায়্যার (বিদ্রæপাত্মক উপাখ্যান) প্রকাশ করেছিল। তীব্র আন্দোলনের মুখে পত্রিকাটির সম্পাদক মতিউর রহমান মরহুম খতীব সাহেবের হাত ধরে তওবা করেন এবং এধরনের খবর, স্যাটায়্যার ও কার্টুন দৈনিকটিতে প্রকাশের আর পুনরাবৃত্তি ঘটবে না বলে অঙ্গিকার ব্যক্ত করেছিলেন। মাওলানা নেজামী সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এসব ধারাবাহিক কর্মকাÐের রহস্য উদ্ঘাটন ও দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির পদক্ষেপ গ্রহণের জন্যে সরকারের কাছে দাবি জানান।
তিনি মুক্তবুদ্ধি ও মত প্রকাশের স্বাধীনতার তথাকথিত প্রবক্তাদের তীব্র সমালোচনা করে বলেন, মানুষের ধর্মীয় অনুভুতিতে আঘাত সম্বলিত অবমাননাকর বক্তব্য মত প্রকাশের স্বাধীনতার পর্যায়ে পড়ে না, বরং তা সার্বজনীন মানবাধিকারের পরিপন্থী। ধর্মীয় অনুভূতিতে আঘাত সম্বলিত বক্তব্য জাতিসংঘসহ সকল আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ পরিপন্থী। দেশে বলবৎ আইনেও এ ধরনের বক্তব্য নিষিদ্ধ।
তিনি গতকাল বাদ মাগরিব পুরানা পল্টনস্থ মাওলানা আতহার আলী(রহ) মিলনায়তনে নেজামে ইসলাম পার্টির এক সভায় বক্তৃতাকালে এসব কথা বলেন। সহসভাপতি অধ্যাপক এহতেশাম সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্মমহাসচিব মাওলানা শেখ লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা একেএম আশরাফুল হক, অর্থ সম্পাদক মুফতি আবদুল কাইয়ূম, প্রচার সম্পাদক মাওলানা মমিনুল ইসলাম ও দপ্তর সম্পাদক পীরজাদা সৈয়দ মোঃ আহসান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ