Inqilab Logo

শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

গরুর সাথে ধাক্কা লেগে ট্রেনের ইঞ্জিন বিকল

| প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : গরুর সাথে ধাক্কা লেগে আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে সান্তাহার-লালমণির হাট রেল পথে প্রায় এক ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ৭৭২ ডাউন রংপুর আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন সান্তাহার জংশন স্টেশন থেকে রংপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় বিকাল ৪টা ৫৫মিনিটে। ট্রেনটি নসরতপুর স্টেশানে পৌঁছার একটু আগে রেলাইনের পাশে বিচরণ করা একটি গরু ট্রেনের শব্দ পেয়ে ভয় পেয়ে ট্রেনের সামনে দিয়ে দৌঁড় দিলে ইঞ্জিনের সাথে ধাক্কা লাগে। এতে প্রায় দুই কিলোমিটার যাওয়ার পর ট্্েরনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে ট্রেনের চালক ও সহকারি প্রায় এক ঘন্টা ইঞ্জিনের ত্রæটিপূর্ণ কাজ করে ইঞ্জিন সচল করে ট্রেনটি রংপুরের উদ্দ্যেশ্যে ছেড়ে যায়। সান্তাহার জংশন স্টেশনের মাষ্টার রেজাউল করিম ডালিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ