Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেতৃত্বের ব্যর্থতায় ফুলবাড়িয়ায় কাক্সিক্ষত উন্নয়ন হয়নি

| প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ময়মনসিংহ ব্যুরো : নেতৃত্বের ব্যর্থতা, স্বজনপ্রীতি, অনিয়ম ও দুর্নীতির কারণে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কাঙ্খিত উন্নয়ন হয়নি বলে অভিযোগ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও মহানগর জাসদের সভাপতি সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু।
তিনি বলেন, প্রাচীন ও ঐতিহ্যবাহী ফুলবাড়িয়া ডিগ্রী কলেজ সরকারিকরণ না হওয়ায় জনগণের সঙ্গে বেঈমানী করা হয়েছে। এ উপজেলার প্রতিটি ইউনিয়নের রাস্তাঘাটের বেহাল দশা। এ কারণে জনগণ চরম দুর্ভোগ পোহাচ্ছে। আমি ১৪ দলের মনোনয়ন পেলে এলাকার কাঙ্খিত উন্নয়নে কাজ করবো।
গতকাল ফুলবাড়ীয়া ৭ নং বাকতা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড জাসদের কর্মীসভায় তিনি এসব কথা বলেন। জাসদ নেতা রাশিদুল ইসলামের সভাপতিত্বে কৈয়ারচালা পশ্চিম পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাব ময়মনসিংহের সাধারণ সম্পাদক ও পৌর জাসদ সভাপতি মো: শামসুল আলম খান, উপজেলা জাসদ সভাপতি আব্দুর রহমান, মোঃ শরিয়তুল্লাহ মাষ্টার , নজরুল ইসলাম মাষ্টার, ইব্রাহীম খলিল মাষ্টার, ডাঃ হেলাল, ফজলুল হক মাষ্টার, সাইদুর রহমান সাইফুল , মোঃ সূরুজ মিয়া , ডাঃ দুলাল , সাইদুর রহমান মাষ্টার প্রমুখ।
কর্মী সভায় রাশিদুল ইসলামকে সভাপতি ও আন্নাছ আলী মন্ডলকে সাধারন সম্পাদক এবং আবুল কালাম আকন্দকে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট ৩ নং ওয়ার্ড জাসদের কমিটি গঠন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ