Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারত থেকে আমদানীকৃত চালের প্রথম চালান পৌঁছেছে মংলা বন্দরে

| প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

মংলা সংবাদদাতা : দুর্যোগ ও আপদকালী সঙ্কট মোকাবেলায় এবং চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে সরকারের আমদানীকৃত চালের প্রথম চালান এসে পৌঁছেছে মংলা বন্দরে। প্রথম দফায় প্রায় ৪ হাজার ৭শ’ মেট্রিক টন চাল নিয়ে বিদেশী জাহাজ এমভি ‘ডং আন কুইন’ বন্দরের পশুর চ্যানেলের হারবাড়িয়া এলাকায় ভিড়েছে বৃহস্পপতিবার।
খাদ্য অধিদপ্তর জানান,আমদানীকৃত চালের গুনগত মান পরীক্ষা নিরীক্ষা শেষে গতকাল শনিবার থেকে শুরু হচ্ছে খালাস কাজ। প্রাথমিকভাবে আমদানীকৃত চালের গুনগত মান দেখে খাদ্য বিভাগসহ সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেছেন। স¤প্রতি সরকারিভাবে ভিয়েতনাম থেকে ২ লাখ ৫০ হাজার মেট্রিক টন এবং ভারত থেকে প্রাথমিক ভাবে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানীর চুক্তি হয়। বাংলাদেশ খাদ্যে শয়ং সম্পর্ণ এমন দাবিতে চাউল আমদানী বন্ধ রাখে সরকার। দীর্ঘ আট বছর পর কোন চাউলবাহী বাণিজ্যিক জাহাজ মংলা বন্দরে ভিড়লো। বন্দরে এ চাল খালাসের মধ্যে দিয়ে আমদানীকৃত খাদ্য শষ্য মংলা বন্দরে শতকরা ৪০ ভাগ এবং চট্টগ্রাম বন্দরে ৬০ ভাগ খালাস হবে বলে জানিয়েছেন খাদ্য বিভাগের কর্মকর্তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ