Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরবী ভাষা ও ইসলামী জ্ঞানের ওপর মাদারীপুরে জাতীয় পর্যায়ের আঞ্চলিক প্রতিযোগিতা সম্পন্ন

| প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

মাদারীপুর জেলা সংবাদদাতা : মাদরাসা শিক্ষার্থীদেরকে আরবীতে বক্তব্য উপস্থাপন ও ইসলামী জ্ঞানের পরিধি বৃদ্ধির লক্ষ্যে ইসলামী বিশ^বিদ্যালয়ের আয়োজনে জাতীয় পর্যায়ের বির্তক প্রতিযোগিতা ঢাকা বিভাগের জেলা গোপালগঞ্জ-শরীয়তপুর মাদারীপুরকে গঠিত আঞ্চলিক প্রতিযোগিতা গতকাল সকাল ১১টায় মাদারীপুর আহমদিয়া কামিল মাদরাসায় অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জমিয়াতুল মোদারের্ছীন মাদারীপুর জেলার শাখার নেতৃবৃন্দ ও ইসলামী বিশ^বিদ্যালয়ের সমন্বয়ে ও উদ্যোগে এ বির্তক প্রতিযোগিতায় ওই ৩ জেলার ১৯জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। এ প্রতিযোগিতায় মাদারীপুরের টেকেরহাট রাশিদিয়া ফাজিল মাদরাসার ছাত্র আবুল হাসান প্রথম ,বাহাদুরপুর কামিল মাদরাসার ছাত্র মাহমুদুল হাসান ২য় স্থান অধিকার লাভ করেন। সংগঠনের সভাপতি ও মাদরাসার পিন্সিপাল মাওলাণা শাহাদাৎ হোসাইন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ইসলামী বিশ^বিদ্যালয়ের সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো; জিয়াউর রহমান ও সেকশন অফিসার মো: হাসানুজ্জামান বিশ^বিদ্যালয়ের প্রতিনিধি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে ক্রেস ও সার্টিফিকেট প্রদান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ