Inqilab Logo

শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

নতুন প্রকল্পে উৎপাদন শুরু করেছে কেডিএস

| প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক ঃ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কেডিএস এক্সেসরিজের নতুন প্রকল্প উৎপাদন শুরু করেছে। গত ১০ আগস্ট নতুন এই প্রকল্পের উৎপাদন শুরু হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র মতে, কেডিএস এক্সেসরিজ গাজীপুরে অবস্থিত বোতাম উৎপাদন কারখানার উৎপাদন ক্ষমতা বাড়িয়েছে। কোম্পানিটি মনে করছে, স¤প্রসারণ প্রকল্পে তাদের দৈনিক উৎপাদন ক্ষমতা বেড়ে দাঁড়াবে ২৮০ জিজি বোতাম। উল্লেখ্য, এক জিজিতে ১৭২৮ পিস বোতাম থাকে। সেই হিসেবে প্রায ৪ লাখ ৮৩ হাজার পিস বোতাম উৎপাদন সম্ভব হবে প্রতিদিন। একই কারখানায় কোম্পানি হ্যাঙ্গার উৎপাদনের একটি আলাদা ইউনিট স্থাপন করছে। এই ইউনিটের দৈনিক উৎপাদন ক্ষমতা ১ লাখ ৫০ হাজার পিস। এছাড়া এ প্রকল্প বাণিজ্যিকভাবে পুরোপুরি ব্যবহার করতে পারলে বছরে বোতামে বিক্রি বাড়বে ২ কোটি ৮ লাখ টাকার এবং হ্যাঙ্গারের বিক্রি বাড়বে ২৫ কোটি টাকা। প্রসঙ্গত, কোম্পানির এই প্রকল্প গাজীপুর সদরে কারখানা প্রাঙ্গন মির্জাপুরে। কোম্পানি বিদেশি সরবরাহ ঋণ, ব্যাংক ঋণ ও নিজস্ব অর্থায়নে প্রকল্পের ব্যয় মেটাবে। এই প্রকল্পের যন্ত্রপাতি ইউরোপ ও চীনের তৈরি। - ওয়েবসাইট



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ