বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ইনকিলাব ডেস্ক ঃ বার্ষিক সাধারণ সভার (এজিএম) আয়োজন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এবি ব্যাংক লিমিটেড। ঘোষণা অনুযায়ী আগামী ১৭ আগস্ট বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে এ কোম্পানির এজিএম। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রমতে, ওইদিন সকাল ৯টায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরা, কুড়িল বিশ্বরোড, ঢাকায় এজিএম অনুষ্ঠিত হবে। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে সাড়ে ১২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। এ সময় কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে দুই টাকা ২৫ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ৩৬ টাকা ১০ পয়সা। ২০১৫ সমাপ্ত হিসাব বছরে সাড়ে ১২ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে, যা আগের বছরের সমান। ওই সময় ইপিএস হয়েছে দুই টাকা ৪২ পয়সা ও এনএভি হয়েছে ৩৯ টাকা ৩৫ পয়সা। এটি আগের বছর একই সময় ছিল যথাক্রমে দুই টাকা ৮১ পয়সা ও ৩৫ টাকা ২৩ পয়সা। ওই সময় কর-পরবর্তী মুনাফা করেছিল ১৪৫ কোটি ৯ হাজার টাকা, যা আগের বছর ছিল ১৪৯ কোটি ৫২ লাখ ১০ হাজার টাকা। - ওয়েবসাইট
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।