রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রামগড় (খাগড়াছড়ি) উপজেলা সংবাদদাতা : জেলার রামগড় বাজারে বাসস্টান্ড এলাকা থেকে স্যালাইনের প্যাক ভর্তি দেশিয় তৈরী ৩৫ লিটার চোরাই মদসহ ৩ যুবককে আটক করে রামগড় থানা পুলিশ। আটককৃতরা হলেন, ভূজপুর থানার নতুন বাজারের খোকন মিয়ার ছেলে সাহাদাত হোসেন (২১), অপর দুইজন পৌরসভার গর্জনতলীর ধন মিয়ার ছেলে মোঃ নুর নবী (৩০) ও আজহার হোসেনের ছেলে আজগর হোসেন (২৮)। পুলিশ সূত্রে জানা যায়, শনিাবর ভোর সাড়ে ৬ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে রামগড় বাজারের শান্তি কাউন্টারের পাশে যাত্রীবেশে তিন যুবককে দেশিয় তৈরী প্রায় সাড়ে ১৭ হাজার টাকা মূল্যের ৩৫ লিটার চোরাই মদসহ আটক করা হয়েছে। পুলিশ জানায়, আটককৃতরা মাদক পাচারের সক্রিয় সদস্য। আটককৃত আজগরের বিরুদ্ধে এর আগেও রামগড় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি অপরাধ মামলা রয়েছে। অপরাধীরা ফেনীর উদ্দেশ্যে ১ লিটারের স্যালাইন প্যাকে মদ পাচার করছিলো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।