Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ষোড়শ সংশোধনী নিয়ে বিএনপি ষড়যন্ত্রে মেতে উঠেছে -ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০১৭, ৪:১৬ পিএম

সুপ্রিম কোর্টের রায়কে কেন্দ্র করে বিএনপি নতুনভাবে ষড়যন্ত্রে মেতে উঠেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

তিনি বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ আনন্দে মেতে উঠেছেন যেন আদালত তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। কিন্তু তাদের এই ষড়যন্ত্র সফল হবে না।

শনিবার সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রলীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।

ষোড়শ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায়ে ‘ডিগবাজির চ্যাম্পিয়ন’ মওদুদ আহমেদ আনন্দে মেতে উঠেছেন বলে মন্তব্য করে তিনি বলেন, ‘এই মওদুদ সাহেব জিয়াউর রহমানের সরকার থেকে পদত্যাগ করেছিলেন জিয়া ইংরেজি জানেন না এই বলে। সে কথা কি ভুলে গেছেন বিএনপির লোকেরা? বন্যাদুর্গত এলাকায় যাওয়ার সময় চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত বেগম জিয়া (খালেদা জিয়া) যখন কুমিল্লা হাসপাতালে, তখন মওদুদ সাহেব তাকে হাসপাতালে রেখে জেনারেল এরশাদের সরকারে যোগ দিয়েছেন। এই মওদুদ সাহেব একবার বিএনপি, একবার জাতীয় পার্টি, আবার বিএনপি। কি করে তার পরামর্শ নেন খালেদা জিয়া।’

ওবায়দুল কাদের বলেন, ‘মওদুদ আহমেদ অবৈধভাবে দখল করা বাড়ির মামলায় হেরে গেলে বলেন বিচার বিভাগ স্বাধীন নয়; আবার খালেদা জিয়ার বাড়ির মামলা হেরে গেলেও বলেন, বিচার বিভাগ স্বাধীন নয়। আর ষোড়শ সংশোধনী নিয়ে সুপ্রিম কোর্ট যখন রায় দিলো, তখন মওদুদ আহমেদ বলছেন, বিচার বিভাগ স্বাধীন। এই হচ্ছে এ দলের অবস্থা ।’

বিএনপির উদ্দেশ করে তিনি বলেন, ‘তারা আন্দোলন করতে ব্যর্থ, নির্বাচনে হেরে যাবে বলে তারা অংশ নেয়নি। তারা আন্দোলন করতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রের জাল পেতেছে। সরকার হটাতে নতুন নতুন ইস্যু খুঁজে বেড়াচ্ছে।’

আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আপনি এত লাফালাফি করছেন কেন? কারণটা কি? আট বছরে আট মিনিটের জন্যও আন্দোলন করতে পারেননি। পারেননি কারণ, জনগণ আপনাদের সঙ্গে ছিল না। এতদিন যারা আন্দোলনের ডাক দিয়ে ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখে সময় কাটাতো, তারা এখন ঘর থেকে বেরিয়ে এসে আনন্দে মাতোয়ারা হয়ে উঠছে; যেন আদালত তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। এরা এতদিন বিদেশিদের কাছে নালিশ করেছে, যেন বিদেশিরা তাদের ক্ষমতায় বসিয়ে দেবে।’

সুপ্রিম কোর্টের রায়কে কেন্দ্র করে বিএনপি নতুনভাবে ষড়যন্ত্রে মেতে উঠেছে বলেও অভিযোগ করেছেন ওবায়দুল কাদের। তিনি এই ষড়যন্ত্রকে প্রতিহত করতে দলের নেতাকর্মীদের সাংগঠনিক ও রাজনৈতিকভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, আজকে যারা শেখ হাসিনার উন্নয়নকে সহ্য করতে পারছে না, তারা সুপ্রিম কোর্টের একটি রায়কে কেন্দ্র করে নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে। এ ষড়যন্ত্রের জাল ছিন্ন করে শেখ হাসিনার নেতৃত্বে আমাদের এগিয়ে যেতে হবে। এই ষড়যন্ত্র প্রতিহত করতে সাংগঠনিক ও রাজনৈতিকভাবে প্রস্তুত থাকতে হবে।

ওবায়দুল কাদের আরও বলেন, ‘আমি বলতে চাই, মির্জা আলমগীর সাহেবকে, আওয়ামী লীগ কখনও পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি। আর বিএনপির জন্ম হয়েছে, বন্দুকের নল দিয়ে; পেছনের দরজা দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে। অন্ধকার আর ষড়যন্ত্রের পথ দিয়েই তারা এগিয়ে যাচ্ছে। সেভাবেই ২০০১-এর ষড়যন্ত্রমূলক নির্বাচন করেছিলেন, আপনি আবার মনে করছেন সুপ্রিম কোর্টের রায়ের পর সেই ষড়যন্ত্রমূলক নির্বাচন হবে, সেই রঙিন খোয়াব কর্পূরের মতো উড়ে যাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব।’

ছাত্রলীগ নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে, এই ষড়যন্ত্রের খুঁটি কোথায় কোথায় আছে, তা আমরা জানি। এই খুঁটি যারা আঁকড়ে ধরে আছে জনগণের মাঝে তাদের কোনও অবস্থান নেই। তাই তারা নতুন নতুন ষড়যন্ত্রের ইস্যু খোঁজে।’

 



 

Show all comments
  • Miah Muhammad Adel ১২ আগস্ট, ২০১৭, ৫:৫৭ পিএম says : 0
    বি এন পি কি আওয়ামী লীগের পুনর্জন্ম দেয় নাই? বিলুপ্ত অস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছিল। এ তো দেখি উপকারীকে বাঘে খায়-এর দৃষ্টান্ত। ক্ষমতার জোর দেখায়ে কারো হাত-পা বেঁধে রেখে বলা যায় যে সে প্রতিবন্ধী।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ