Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

জয়পুর হাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০১৭, ১২:২৭ পিএম

জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। কালাই উপজেলায় এক অনুষ্ঠানে যাওয়ার সময় উদয়পুর ইউনিয়নের তেলিহার গ্রামে শুক্রবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
কালাই থানার ওসি নুরুজ্জামান চৌধুরী জানান, নিহতরা হলেন - জেলার গোবিন্দগঞ্জ উপজেলার চাপড়াপাড়া গ্রামের আব্দুল আলিমের ছেলে শাকিল আহমেদ ও একই উপজেলার গোমড়াদিঘি গ্রামের মোজাম্মেল হকের ছেলে আফজাল হোসেন।
ওসি নুরুজ্জামান স্থানীয়দের বরাতে বলেন, শাকিল ও আফজাল ওই গ্রামে একটি মিলাদ মাহফিল উপলক্ষে ডেকোরেশনের কাজ করতে গিয়েছিলেন। এ সময় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে তারে জড়িয়ে যান। তাদের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ