Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অর্থমন্ত্রীর বক্তব্য অর্থহীন চট্টগ্রামে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

| প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : সাংবাদিকদের নবম ওয়েজবোর্ড নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যে অর্থহীন উল্লেখ করে চট্টগ্রামের সাংবাদিক নেতারা অবিলম্বে এ বক্তব্য প্রত্যাহার করার দাবি জানিয়েছেন। একইসাথে তারা অর্থমন্ত্রীকে জাতির বিবেক সাংবাদিকদের কাছে ক্ষমা চাওয়ারও আহŸান জানান। গতকাল (বৃহস্পতিবার) চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশ থেকে এ আহŸান জানান সাংবাদিকরা। সমাবেশে বক্তারা বলেন, শোকের মাসে সাংবাদিক ও সংবাদপত্র শিল্প নিয়ে যে ষড়যন্ত্র চলছে তা প্রতিফলিত হয়েছে অর্থমন্ত্রীর বক্তব্যে।
গণমাধ্যম নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন তা অবিবেচনাপ্রসূত ও দুঃখজনক। সাংবাদিক নেতারা দেশের অর্থনীতি ও গণতন্ত্রের স্বার্থে অর্থমন্ত্রীকে পূর্ণ বিশ্রামে পাঠানোর জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহŸান জানান। সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী। বক্তব্য রাখেন সাংবাদিক নেতা শহীদ উল আলম, মোহাম্মদ আলী, হাসান ফেরদৌস, মাসুদুল হক, স ম ইব্রাহিম, মোহাম্মদ আলী পাশা, আল রহমান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ