Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানিকগঞ্জে সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নু’র কুলখানি

| প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


মানিকগঞ্জ জেলা সংবাদদাতা ঃ মানিকগঞ্জে সাবেক মন্ত্রী ও বিশিষ্ট শিল্পপতি হারুণার রশিদ খান মুন্নু’র কুলখানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার মানিকগঞ্জের গিলন্ড এলাকায় মুন্নু সিটিতে সমাহিত হারুণার রশিদ খান মুন্নুর কবর জিয়ারত ও দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়। কুলখানি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোর্শেদ খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও হারুণার রশিদ খান মুন্নুর বড় মেয়ে আফরোজা খান রিতা, কেন্দ্রীয় নেতা আমানউল্লাহ আমান, সুলতান সালাউদ্দিন টুকু সহ জেলা উপজেলার নেতাকর্মীরা। এছাড়া হারুণার রশিদ খান মুন্নুর কুলখানিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন পেশার হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। সকাল সাড়ে ১০টায় হারুণার রশিদ খান মুন্নুর আতœার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। পরে সকলের মাঝে খাবার বিতরণ করা হয়। হারুণার রশিদ খান মুন্নু গত ১ আগস্ট মঙ্গলবার ভোর ৫টায় বার্ধক্যজনিত কারণে তার নিজ প্রতিষ্ঠিন মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ