Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আড়াইহাজারসহ সব জায়গায় আমার উন্নয়নের ছোঁয়া আছে -এরশাদ

| প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : জাতীয় পাটির চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন আড়াইহাজার উপজেলা আমি করেছিলাম আশার সুযোগ হয়নি। নারায়ণগঞ্জ জেলা ছিল না আমি জেলা করেছি। নরসিংদী জেলা ছিল না আমি জেলা করেছি। সব জায়গায় আমার হাতের ছোয়া রয়েছে। তিনি গতকাল শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার রামচন্দ্রদী গ্রামে মেয়র মাঠে জাতীয় যুব সংহতির সভাপতি আলমগীর সিকদার লোটন ও জগন্নাথ বিশ্ব বিদ্যালয়ের সাবেক জিএস জাহাঙ্গীর সিকদার জোটনের বাবা সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সাদত আলী সিকদারের চেহলাম অনুষ্ঠান শেষে এক জনসভায় প্রধান অতিথির বক্তেব্য এ কথা বলেন। তিনি আরো বলেন, আমি সব সময় মানুষের সেবা করতে চাই। আগামীতে আড়াইহাজার থেকে নির্বাচন করবে আলমগীর সিকদার লোটন। তাকে বিজয় করতে আবারও আমি আড়াইহাজারে আসব। আজকের এই জনসভা দেখে আমি মুগ্ধ হয়েছি। লোটনের যে এত জনপ্রিয়তা তা আমি আগে জানতাম না। এ সময় জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, জাতীয় পাটির কো-চেয়ারম্যান জি এম কাদের, জাতীয় পাটির ভাইস চেয়ারম্যান ও যুব সংহতির সভাপতি আলমগীর সিকদার লোটন, জগন্নাথ বিশ্ব বিদ্যালয়ের সাবেক জি এস জাহাঙ্গীর সিকদার জোটন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আঃ হাই, জাতীয় পাটির নেত্রী অনন্য হুসাইন মৌসুমী, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পাটির সহসভাপতি এম আলাউদ্দিন, জাতীয় পার্টির আড়াইহাজার উপজেলা সভাপতি এডভোকেট এম এ আঃ হান্নান মোল্লা, গোপালদী পৌর মেয়র আলহাজ্ব এম এ হালিম সিকদার, জাতীয় পাটির নেতা আলম সিকদার প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ