Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান -আ.ক.ম. মোজাম্মেল হক

| প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার,নরসিংদী থেকে : মু্িক্তযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযোদ্ধারা দেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান। এটা শুধু কথায় নয়, আওয়ামীলীগ সরকার কাজেও প্রমাণিত করেছে। মুক্তিযোদ্ধাদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করেছে। মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মানের ব্যবস্থা করেছে। দু:স্থ মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের ব্যবস্থা করেছেন। রেল ভ্রমণ ফ্রি করা হয়েছে। বিমানের টিকিট অর্ধেক করা হয়েছে। স্বাধীনতার পর থেকে এপর্যন্ত যেসব মুক্তিযোদ্ধা ইন্তেকাল করেছেন তাদের ও এখন যারা মারা যাবেন তাদের প্রত্যেকের কবর সংরক্ষণের জন্য সরকার দু’লক্ষ টাকা করে বরাদ্দ দিয়েছে। চলতি আগস্ট মাসের ২০/২৫ তারিখের মধ্যে মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা, ঈদ বোনাস এক সাথে পরিশোধ করা হবে। এছাড়া, দু:স্থ মুক্তিযোদ্ধাদের জন্য বছরে তিন লাখ টাকা স্থায়ী বরাদ্দ রাখা হচ্ছে। স্থানীয় এমপিরা এসব টাকা প্রশাসনিক কর্মকর্তাদের সহযোগিতায় প্রকৃত দু:স্থ মুক্তিযোদ্ধাদের মাঝে বিতরণ করবেন। তিনি বলেন, প্রত্যেক মুক্তিযোদ্ধাদের জন্য স্থায়ী পরিচয়পত্রের ব্যবস্থা করা হচ্ছে। এসব পরিচয়পত্র প্রদানের পর দেশে কোন ভুয়া মুক্তিযোদ্ধা থাকবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থীদের ভোট দেয়ার জন্য তিনি মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের প্রতি আহŸান জানান। তিনি গতকাল শুক্রবার নরসিংদীর বেলাব ও পলাশ উপজেলা সদরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু,মনোহরদী-বেলাব’র এমপি নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, শিবপুরের এমপি সিরাজুল ইসলাম মোল্লা,পলাশের এমপি কামরুল আশরাফ খান পোটন,জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন ভূঞা,আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান ভূঞা,জেলা যুবলীগের সভাপতি বিজয় গোস্বামী, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম নেওয়াজ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ