Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

দীপিকাকে লেখা তার বাবার চিঠি স্কুলপাঠ্যে

| প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: ক্যারিয়ারের শুরুর দিকে দীপিকা পাডুকোন তার বাবার কাছ থেকে একটি উপদেশমূলক চিঠি পেয়েছিলেন। সেই চিঠিই তাাকে সাফল্যে পথ দেখায়। একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি চিঠিটা পড়ে শোনান। এরপর থেকে চিঠির কথাগুলো আলোচনায় আসে এবং ব্যাপক প্রশংসা কুড়ায়। দীপিকার বাবার লেখা সেই চিঠিটি এখন ভারতের একটি স্কুলের পাঠ্য। একটি ইংরেজি মাধ্যমের স্কুলের সিলেবাসে দীপিকার ব্যাডমিন্টন চ্যা¤িপয়ন বাবা প্রকাশ পাডুকোনের লেখা চিঠিটি পাঠ্য হিসেবে রাখা হয়েছে। দীপিকার এক ভক্ত বিষয়টি নিয়ে টুইটারে পোস্ট করেন। পোস্টটি দীপিকার চোখে পড়লে তিনিও রি-টুইট করে লিখেন, ওয়াও! চিঠিটি প্রকাশ পাডুকোন তার দুই মেয়ে দীপিকা ও আনিশার উদ্দেশ্যে লিখেছিলেন। চিঠিতে তিনি কাজকে ভালবাসতে বলেছেন এবং গেম চেঞ্জার হতে বলেছেন। এছাড়াও তিনি বলেছেন, যা কিছুই হোকনা কেন, দিন শেষে পরিবার এবং বন্ধুরাই সবকিছু। ক্যারিয়ারের তুঙ্গে থাকা দীপিকা বর্তমানে ব্যস্ত আছেন সঞ্জয় লীলা বনসালির পদ্মাবতী সিনেমার শূটিং নিয়ে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন রণবীর সিং এবং শহীদ কাপুর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ