Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ঝড়ে উড়ে যাওয়া ঘরের চালার আঘাতে নিহত ১ আহত ২

| প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : নগরীতে ঝড়ো হাওয়ায় উড়ে যাওয়া ঘরের চালার আঘাতে এক পথচারী নিহত ও দুইজন আহত হয়েছেন। গতকাল (শুক্রবার) বেলা সোয়া ১১টায় কর্ণফুলীর তীরবর্তী ফিশারিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল দে (৩৫) চট্টগ্রামের পটিয়া উপজেলার ভাটিখাইন এলাকার রণজিৎ দের পুত্র। চট্টগ্রামের একটি বেসরকারি ব্যাংকে চাকরি করতেন তিনি। আহতরা হলেন বোয়ালখালী উপজেলার বেঙ্গুরা এলাকার আবদুল খালেক (৪০) এবং কর্ণফুলী থানার চর পাথরঘাটা এলাকার সৈয়দুল আলম (৬০)। ফায়ার সার্ভিসের নন্দন কানন স্টেশনের কর্মকর্তা রবিউল আজম জানান, ঝড়ো বাতাসের মধ্যে ১ নম্বর ফিশারিঘাট এলাকায় সড়কের পাশে একটি পুরনো টিনের ঘরের টিন উড়ে যায়। উপড়ে পড়া টিন সড়কে তিন পথচারীর উপর গিয়ে পড়ে। এতে তিনজন গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন বলেন, হাসপাতালে আনার পর চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ