রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গোপালগঞ্জ জেলা সংবাদদাতা : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গৃহবধূ ধর্ষন মামলার আসামি অনিমেষ বালাকে (৩০) পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাতে কোটালীপাড়া থানা পুলিশ তাকে কোটালীপাড়া উপজেলার রামশীল গ্রাম থেকে গ্রেফতার করে। গত ২৫ জুলাই সন্ধ্যা ৭টায় রামশীল খেয়াঘাট থেকে ওই গৃহবধূকে রামশীল গ্রামের সুভাষ বালার ছেলে অনিমেষ বালা (৩০) বিজেন্দ্রনাথ মল্লিকের ছেলে বিভাষ চৌকিদার (৩২), নরেন মল্লিকের ছেলে নরোত্তম মল্লিক(২৬) বুদ্ধিমন্ত হালদারের ছেলে স্বপন হালদার (২৮) আমার মুখ চেপে ধরে পাশের একটি নির্জন ঘরে নিয়ে রাতভর পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় ওই গৃহবধূ গত ৩১ জুলাই গোপালগঞ্জ বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ওই ৪ জনের বিরুদ্ধে একটি নালিশী পিটিশিন দায়ের করি। আদালত কোটালীপাড়া থানার ওসিকে মামলাটি এফআইআর করার নির্দেশ দেয়। এরপর থেকে আসামি পক্ষ মামলা তুলে নিতে ওই গৃহবধূকে চাপ দিতে থাকে। মামলা তুলে না নিলে আসামিরা হত্যার হুমকি দেয় বলে ওই গৃহবধূ অভিযোগ করেন। এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর পুলিশ এ ঘটনার মূল অভিযুক্ত অনিমেষ বালাকে গ্রেফতার করে। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল ফারুক বলেন, প্রধান অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এ মামলার অপর ৩ আসামীকেও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।