Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বজ্রপাতে হতাহত ২

| প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম



নেত্রকোনা জেলা সংবাদদাতা : নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের কাছুটিয়া গ্রামে গতকাল শুক্রবার দুপুরে বজ্রপাতে সৈয়দ মামুন (৪৬) নামে এক কৃষক নিহত ও বাবর নামে আরেক কৃষক আহত হয়েছে। নিহত মামুন আটপাড়া উপজেলার লুনেস্বর ইউনিয়নের কাছুটিয়া গ্রামের সৈয়দ আব্দুল হান্নানের ছেলে। জানা যায়, কাছুটিয়া গ্রামের সৈয়দ আব্দুল হান্নানের ছেলে কৃষক সৈয়দ মামুন ও তার সহযোগী বাবর সকালে রোপা আমন ধান লাগাতে জমিতে যায়। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই কাজ সেরে দুপুরের দিকে বাড়ির সন্নিকটে পুকুর পাড়ে পৌঁছতেই তাদের উপর বজ্রপাত পরে। বজ্রপাতে কৃষক মামুন ঘটনাস্থলেই মারা যায়।
পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার
নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের জটিয়াবর গ্রামে পানিতে ডুবে যাওয়ার ১২ ঘণ্টা পর মারুফা আক্তার (৮) নামের প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। জানা যায়, জটিয়াবর দক্ষিণ পাড়া গ্রামের প্রবাসী আব্দুর রশিদের মেয়ে ও স্থানীয় হোগলা আইডিয়াল কিন্ডার গার্ডেনের প্রথম শ্রেণির ছাত্রী মারুফা আক্তার প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বিদ্যালয়ে যায়। সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয় ছুটি হলেও মারুফা আর বাড়ি ফিরে আসেনি। বৃহস্পতিবার রাত ১১টার দিকে স্থানীয় লোকজন জটিয়াবর উত্তর পাড়ার ইউপি সদস্য আরশাদ মিয়ার বাড়ির পাশে একটি পুকুরে মারুফার লাশ ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে পরিবারের লোকজন সেখান থেকে তার লাশ উদ্ধার করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ