রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : দিনাজপুরের ফুলবাড়ীতে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) ২৯ ব্যাটালিয়নের আয়োজনে রংপুর রিজিয়নের আন্তঃব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতায় ২৯ ব্যাটালিয়ন দল চাম্পিয়ন এবং ১৪ ব্যাটালিয়ন দল রানার-আপ হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন সদর দপ্তর মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন রংপুর রিজিয়নের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল একেএম সাইফুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সেক্টরের কমান্ডার কর্ণেল মোঃ আবুল কালাম আজাদ,দিনাজপুর সেক্টরের কমান্ডার কর্ণেল মোঃ জাকির হোসেন, ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্ণেল দেওয়ান মোঃ লিয়াকত আলী এবং রাজশাহী সেক্টরের কমান্ডার কর্ণেল গাজী মুহাম্মদ সাজ্জাদ।
ফুলবাড়ীস্থ ২৯ ব্যাটালিয়নের অধিনায় লে. কর্ণেল খন্দকার সাইফুল আলম জানান, দিনাজপুর সেক্টরের সার্বিক ব্যবস্থাপনায় গত ১ আগষ্ট থেকে এ প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় চৌদ্দটি ব্যাটালিয়ন অংশ গ্রহন নিয়ে শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় হিসেবে ১৪ ব্যাটালিয়নের সিপাহী মো. জাহাঙ্গীর আলম এবং শ্রেষ্ঠ প্রবীণ খেলোয়াড় হিসেবে ১৮ ব্যাটালিয়নের নায়েব সুবেদার মো. কামাল হোসেন নির্বাচিত হন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।