Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্ধুর বাড়িতে এসে লাশ হল সুমন

| প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইসলামপুর (জামালপুর) উপজেলা সংবাদদাতা : জামালপুরের ইসলামপুরে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে নদীতে গোছল করতে নেমে নিখোঁজ সুমনের (২২) পাওয়া গেছে। সুমন নারায়নগঞ্জ জেলার কচুয়া উপজেলার চুয়াই ইউনিয়নের উজানিয়া গ্রামের খোরশেদ আলমের ছেলে। গতকাল শুক্রবার দুপুরে ব্রহ্মপুত্র নদের পিরিজপুর ঘাটে সুমনের লাশ ভেসে উঠে। এ সময় এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্থান্তর করেছে। জানা গেছে, উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ গ্রামের আবেদ আলী দফাদারের ছেলে সামিউল নারায়নগঞ্জে চাকরী করার সুবাধে সুমনের সাথে বন্ধুত্বের সৃষ্টি হয়। সেই সুবাধে বন্ধুর বাড়িতে গত মঙ্গলবার বেড়াতে আসে। বুধবার দুপুরে সিরাজাবাদ নদীর ঘাটে আরো ৪বন্ধুর মিলে গোছল করতে যায়। এক পর্যায়ে সুমন নদীতে নেমে ডুব দিলে ভেসে না উঠায় আতংকিত হয়ে পড়ে সঙ্গীয় বন্ধুরা। এ সময় এলাকাবাসী অনেক খোজাঁখুজি করে না পাওয়ায় ডুবুরী দলকে খবর দেয়। ময়মনসিংহ ও জামালপুর ডুবুরীদল অনেক চেষ্টা করেও সুমনের কোন হদিস পায়নি। পরে লাশ ভেসে উঠলে পুলিশ এসে নদী থেকে লাশ উদ্ধার করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ