রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কালিয়াকৈর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় আফরোজা আক্তার (১৮) নামে এক গার্মেন্টসকর্মী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ (মন্ডলপাড়া) বালুর মাঠ এলাকার আহম্মদ আলীর কলোনিতে এঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল শুক্রবার সকালে ধর্র্ষিতা আফরোজা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, রংপুর জেলার পীরগঞ্জ থানার খেতাবের পাড়া গ্রামের আলতাফ হোসেনের কন্যা আফরোজা আক্তার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ (মন্ডল পাড়া) এলাকার আহম্মদ আলীর কলোনিতে ভাড়া থেকে স্থানীয় ইকোটেক্স নামে একটি গার্মেন্টসে চাকুরী করে। আকরাম হোসেন (২৭) গার্মেন্টসে যাওয়া-আসার পথে বিভিন্ন সময় আফরোজাকে নানা রকম উত্ত্যক্ত করা সহ কু-প্রস্তাব দিয়ে আসছিল। প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোরে অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল আফরোজা। এসময় ওই বখাটে আকরাম হোসেন গার্মেন্টসকর্মী আফরোজার কক্ষে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে থাকলে বখাটে আকরাম দৌঁড়ে পালিয়ে যায়। এ ঘটনায় ধর্ষিতা আফরোজা বাদী হয়ে শুক্রবার সকালে কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।