Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপির সদস্য নবায়ন ও সংগ্রহ কর্মসূচিতে ১৪৪ ধারা জারি

| প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

চাঁদপুর জেলা সংবাদদাতা : চাঁদপুরে বিএনপির সদস্য নবায়ন ও সংগ্রহ কর্মসূচি পন্ড করে দিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে পুরানবাজার মসজিদ পট্টিতে বিএনপির পূর্ব নির্ধারিত সদস্য নবায়ন ও সংগ্রহ কর্মসূচির অনুষ্ঠান পন্ড করে দেয় পুলিশ। ১ নং ওয়ার্ড বিএনপি ও অংঙ্গ সংগঠন যৌথভাবে সদস্য নবায়ন ও সংগ্রহ কর্মসূচির অনুষ্ঠানস্থলে প্যান্ডেল, মাইক টানানোসহ সকল আয়োজন সম্পন্ন করার পর পুরাণবাজার ফাঁড়ি পুলিশের পরির্দশক আঃ রশিদ ও উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ গিয়ে সভা না করার জন্য নিষেধ করে। পুলিশ জানায়, সদর উপজেলা নিবার্হী কর্মকতার নির্দেশে ১৪৪ ধারা জারি রয়েছে। সভাস্থলে ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন, পুরানবাজার ফাঁড়ি পুলিশের পরির্দশক আঃ রশিদ। সদস্য নবায়ন ও সংগ্রহ অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতা ও চাঁদপুর জেলা বিএনপির আহŸায়ক শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা বিএনপির সিনিয়র নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ আঃ হামিদ মাষ্টারসহ জেলা, থানা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ সভায় উপস্থিত থাকার কথা ছিলো। চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়ালী উল্লাহ জানান, বিএনপির সভা করার পূর্বের অনুমতি ছিলো না। তারপর শোকের মাস হিসেবে স্থানীয় আওয়ামী লীগ এবং যুবলীগও এর কাছাকাছি ১৫ আগস্টের প্রস্তুতি সভা ডাকে। আইন শৃঙ্খলার স্বার্থে উভয়পক্ষকে সভা করতে নিষেধ কর সহয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ