Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যৌতুকের বলি গৃহবধূ জ্যোৎস্না

| প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম



আরিচা সংবাদদাতা : মানিকগঞ্জের শিবালয় উপজেলার ভাকলা গ্রামে শ্বশুর বাড়ির দাবিকৃত যৌতুকের টাকা না দেয়ায় বলি হলো জ্যোৎস্না (২৮) নামের এক গৃহবধূ। শ্বশুর বাড়ির লোকজনের নির্যাতন সইতে না পেরে শুক্রবার গভীর রাতে সকলের অজান্তে বাড়ির পাশের পুকুর পাড়ে একটি আমগাছে পরনের শাড়ি কাপড় দিয়ে ফাঁসিতে ঝুলে সে আত্মহত্যা করেছে বলে পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে। অভিযোগে প্রকাশ, প্রায় ১০ বছর আগে ওই গ্রামের নবীন শেখের পুত্র হাসান আলীর সাথে একই উপজেলার বোয়ালী পাড়া গ্রামের ওয়াজেদ আলীর কন্যা জোৎস্না বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই নানা কৌশলে জোৎস্নার শ্বশুর-শ্বাশুরি যৌতুক দাবি করে আসছিলো। চাহিদা অনুযায়ী ৪ লাখ টাকা যৌতুক পরিশোধ না করায় স্বামী, শ্বশুর-শ্বাশুরি, ননদ, দেবর দ্বারা জ্যোৎস্না নির্যাতনের স্বীকার হচ্ছিলো। এ নিয়ে কয়েকবার বিচার সালিশও অনুষ্ঠিত হয়েছে। কিছুদিন আগেও নগদ ৫০ হাজার টাকা যৌতুক হিসেবে পরিশোধ করা হয়েছে। জ্যোৎস্নার সাত বছর বয়সের একটি কন্যা সন্তানও রয়েছে। এ ব্যাপারে জ্যোৎস্নার পিতা বাদী হয়ে ৫ জনকে আসামি করে যৌতুক আইনে শিবালয় থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, স্বামী হাসান আলী ও ননদ বেদেনা আক্তারকে পুলিশ আটক করেছে। লাশের ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত বাকি আসামি শ্বশুর নবীন শেখ, দেবর আসলাম ও শ্বাশুরি নইমুন আক্তার রহিমা পলাতক রয়েছে। এ ব্যাপারে শিবালয় থানার ওসি মনিরুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। বাকিদের দ্রæত আটক করা হবে বলে তিনি জানান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ