Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

পুঠিয়ায় সুদী মহাজনদের জালে আটকা পড়ে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ

| প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

পুঠিয়া (রাজশাহী) উপজেলা সংবাদদাতা : পুঠিয়ায় সুদী মহাজনদের দৈরাত্মে এলাকাবাসী বিপাকে পরেছে। বর্তমানে অবৈধ এ কর্মকান্ডের ফলে এলাকাবাসী দিশেহারা হয়ে পরেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার জিউডপাড়া, শিলামাড়িায়া ইউনিয়নের প্রতিটি হাট সংলগ্ন এলাকায় এ অবৈধ কর্মকান্ড পরিচালিত হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে এ অবস্থা বর্তমানে এলাকায় প্রকট আকার ধারণ করেছে। তাদের এ অবৈধ কর্মকান্ডের ফলে এলাকার অনেকেই ঘর ছাড়া হয়েছে, আবার অনেকেই সুদের টাকা পরিশোধ করতে না পারায় আত্মহত্যার চেষ্টা করতে দেখা গেছে। এলাকার অভাবি মানুষেরা সুদী মহাজনদের পাতা ফাঁদে পা দিয়ে প্রতিনিয়ত বিপাকে পরছে। খোঁজনিয়ে জানা গেছে, উপজেলার ঝলমালিয়া হাট, সৈয়দপুর হাট, মোল্লাপাড়া হাট, সাধনপুর হাট ও কার্তিকপাড়া হাটে এলাকায় কতিপয় সুদিমহাজনদের দৈরাত্ম দেখা গেছে। এসব এলাকার সুদী মহাজনরা বিভিন্ন উপায়ে সুদে টাকা দিয়ে থাকে। অনেকেই ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর বা ফাঁকা চেকে স্বাক্ষর নিয়ে টাকা দিয়ে থাকে। পরে তাদের সময় মত টাকা দিতে না পারলে স্টেম্পে অথবা চেকে ইচ্ছে মত টাকার অংক বাসিয়ে হয়রানি করে থাকে। ভুক্তভোগী অনেকেই অভিযোগ করেছেন, সময়মত টাকা না দিলে সই করা স্টেম্পে বা চেকে নেওয়া টাকার দশগুণ টাকার অংক বাসিয়ে হয়রানি করে থাকে। পরে স্থানীয়দের সহায়তায় তা মিমাংসা করা হয়। এছাড়াও চেকের বিষয়টি আদালত পর্যন্ত গড়া বলে অনেই জানিয়েছেন। এলাকাবাসী এসব সুদী মহাজনদের অবৈধ কর্মকান্ড বন্ধের সংশ্লিষ্ট কর্তপক্ষের কাছে দাবী জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ