Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হালদার জোয়ারের পানিতে

রাউজান উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৭, ৫:৫৪ পিএম

রাউজানের কয়েকটি গ্রাম প্লাবিত
প্রবল বর্ষন ও হালদা নদীর জোয়ারের পানিতে রাউজানে আবারো কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে শত শত মানুষ।

বৃহস্পতিবার বিকাল থেকে গতকাল শুক্রবার এই রিপোর্ট লেখা পর্যন্ত (বিকাল ৪টা) পর্যন্ত ভারি বৃষ্টিপাতে রাউজানের নোয়াপাড়ার মোকামীপাড়া,উরকিরচর,পশ্চিমগুজরা,গহিরা,নোয়াজিষপুর,পশ্চিম ডাবুয়া,হলদিয়া,বাগোয়ান,বিনাজুরী,রাউজান,কদলপুর,পূর্বগুজরা,পাহাড়তলী ও পৌর এলাকার নিচু এলাকা প্লাবিত হয়েছে।

হালদা নদীর জোয়ারে নোয়াপাড়া ইউনিয়নের মোকামী পাড়ায় হাটু সমান পানি জমেগেছে। স্থানীয় সাংবাদিক এস এম ইউছুফ জানান তার ঘরের উঠানে হালদার জোয়ারের কারনে দুপুর থেকে হাটু সমান পানি জমে থাকায় ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। তিনি জানান সমগ্র মোকামি পাড়ায় হালদার জোয়ারের পানি ঢুকে পড়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

এদিকে অবিরাম বর্ষনে হালদা,সর্তা ও ডাবুয়া খালের পানিও বৃদ্ধি পেয়েছে। রাউজানের অনেক জায়গায় রোপিত আমন ধান ডুবেগেছে। অতি বৃষ্টিতে আবারো বন্যা হতে পারে বলে আশংকা করা হচ্ছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ