Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে পৃথক ঘটনায় নিহত ২

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৭, ১২:০৫ পিএম

রাজধানীতে পৃথক ঘটনায় ওয়ারী জয়কালী মন্দির এলাকায় একটি ভবনে রাজমিস্ত্রির কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল আমিন হোসেন (২৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

অন্য দিকে গুলিস্তান বঙ্গুবন্ধু এভিনিউয়ের একটি ভবনে কাজ করার সময় নিচে পড়ে অজ্ঞাতনামা (২৮) এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে জয়কালী মন্দির এলাকার মদিনা মসজিদে এই দুর্ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৮টায় মৃত ঘোষণা করেন।
সহকর্মী মাসুদ রানা জানান, কুড়িগ্রাম ভূইমারী উপজেলার সাজু মিয়ার ছেলে আল আমিন। আল আমীন ওই এলাকাতেই থাকতো।

এলাকার মদিনা মসজিদের ৪তলায় কাজ করার সময় ভবনের পাশ দিয়ে টানানো বিদ্যুতের তারের সংস্পর্শে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। দ্রুত ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে গুলিস্তান বঙ্গুবন্ধু এভিনিউয়ের একটি ভবনে কাজ করার সময় নিচে পড়ে অজ্ঞাতনামা (২৮) এক যুবকের মৃত্যু হয়েছে।

গতরাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। একই ভবনে কাজ করে নাহিদ নামের এক ব্যক্তি জানান, তারা ওই ভবনের ৮ তলায় কাজ করছিলো। গতরাতে কাজ করার সময় অসাবধানতাবশত অজ্ঞাতনামা ওই ব্যক্তি নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ