Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কারো ট্র্যাপেই পড়ব না -প্রধান বিচারপতি

প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ১১:২৪ পিএম, ১০ আগস্ট, ২০১৭

স্টাফ রিপোর্টার : সুপ্রিম কোর্টের রায়ের সমালোচনাকে স্বাগত জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি বলেছেন, তবে কেউ যদি গঠনমূলকের বাইরে সমালোচনা করেন তাহলে বিচার বিভাগ ক্ষতিগ্রস্থ হবে। বিচার বিভাগ সরকার বা বিরোধী দল- কারও ট্র্যাপেই পড়বে না বলেও মন্তব্য করেছেনে তিনি। গতকাল বৃহস্পতিবার ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে আইন কমিশন সমালোচনাসহ গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন বক্তব্যের বিষয়ে সুপ্রিম কোট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদনীনসহ বিএনপি সমির্থত আইনজীবীরা আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করলে প্রধান বিচারপতি এসব কথা বলেন।
রায় নিয়ে যে কোনো গঠনমূলক সমালোচনা আদালত স্বাগত জানাবে বলেও জানিয়েছেন তিনি। ষোড়শ সংশোধনী বাতিলের রায় প্রসঙ্গে আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ বি এম খায়রুল হকের মন্তব্যের জন্য অবমাননার রুল জারির আবেদনে সাড়া দেয়নি সর্বোচ্চ আদালত।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন এ বিষয়ে সংবাদমাধ্যমের প্রতিবেদন আপিল বিভাগের সামনে তুলে ধরে বলেন, আইন কমিশনের চেয়ারম্যান দায়িত্বশীল পদে আছেন , তিনি এভাবে কথা বলতে পারেন না। আমরা বিচার বিভাগের মর্যাদা ও ভাবমূর্তি সমুন্নত রাখার কথা বলছি। প্রধান বিচারপতি এ সময় বলেন, রায় ঘোষণার পর গঠনমূলক সমালোচনা যে কেউ করতে পারে। রায় হওয়ার পর আমরা গঠনমূলক সমালোচনা গ্রহণ করি। তা না হলে বিচার বিভাগ ক্ষতিগ্রস্থ হবে। জয়নুল আবেদীন এ সময় বলেন, সর্বোচ্চ আদালত নিয়ে ওই সংবাদ সম্মেলনে যেসব কথা এসেছে তা অবমাননাকর। প্রধান বিচারপতি এ সময় বলেন, রায় নিয়ে কেউ রাজনীতি করবেন না। আপনারা আরও সচেতন হবেন, যাতে কেউ ফায়দা লুটতে না পারে।
জয়নুল আবেদীন সমিতির সভাপতি হিসেবে রুল চাইলে আদালতে উপস্থিত আইনজীবী আওয়ামী লীগ নেতা শ ম রেজাউল করিম বলেন, সমিতি থেকে এ বিষয়ে কোনো রেজুলেশন হয়নি।
সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন বলেন, আইন কমিশনের চেয়ারম্যান যা বলেছেন, তা স্পষ্টভাবে অদালত অবমাননা।তিনি রুল চাইলে প্রধান বিচারপতি বলেন, আমি অনুরোধ করব, আপনারা সংযত আচরণ করবেন। সরকার বা বিরোধী দল- কারও ট্র্যাপে আমরা পড়ব না। আমরা সচেতন। সাতজন বিচারপতি চিন্তা-ভাবনা করেই রায় দিয়েছে। রায় নিয়ে কেউ পলিটিকস করবেন না। ব্যারিস্টার মওদুদ আহমদও আইন কমিশনের চেয়ারম্যানের বক্তব্যকে অবমাননাকর বলেন। প্রধান বিচারপতি বলেন, রায় নিয়ে গঠনমূলক সমালোচনা করা যায়। ইতিহাসই একদিন বিচার করবে।



 

Show all comments
  • afsar shikder ১১ আগস্ট, ২০১৭, ৩:০৪ এএম says : 1
    mr. singh is bir bahadur. there are so many enemies for you .
    Total Reply(0) Reply
  • srkhan ১১ আগস্ট, ২০১৭, ১১:৩৯ এএম says : 1
    জনগণ ন্যায়ের পক্ষে ও ভয়লেশহীন ন্যায় বিচার দেখতে চায়।
    Total Reply(0) Reply
  • srkhan ১১ আগস্ট, ২০১৭, ১১:৪১ এএম says : 1
    জনগন সব সময় ন্যায়ের পক্ষে। ন্যায় বিচার দেখতে চায়।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধান বিচারপতি

২২ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ