পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : একজন হাজীকেও ফেলে রেখে আমি এবার হজে যাবো না। ইন-শা আল্লাহ সকল হজযাত্রীই নিরাপদে হজে যাওয়ার সুযোগ পাবেন। বেসরকারী হজ এজেন্সিগুলোর কারণে বিমানের বেশ কিছু হজ ফ্লাইট বাতিল হয়েছে। এসব দায়ী হজ এজেন্সির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ৯৯ হাজার ৪শ’ ৪৫ জন হজযাত্রীর ভিসা ইস্যু হয়েছে। ৫৪ হাজার ২শ’ ৪৫ জন হজযাত্রী সউদী আরবে চলে গেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে শেরে বাংলা নগরস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ’টেকসহ উন্নয়ন অভীষ্ট অর্জনে আলেম-ওলামাদের সম্পৃক্তকরণ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি’র বক্তব্যে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান একথা বলেন। ধর্ম সচিব মোঃ আব্দুল জলিলের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পকিত স্থায়ী কমিটি’র সদস্য ও সউদী-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের চেয়ারম্যান বজলুল হক হারুন এমপি, কুষ্টিয়া ইসলামিক ইউনিভারসিটি’র ভিসি প্রফেসর ড. হারুন উর রশিদ আসকারী। প্রবন্ধ উপস্থাপন করেন পরিচালক রফিকুল ইসলাম।
ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে নিরলস প্রচেষ্টা চালাচ্ছেন। প্রধানমন্ত্রী মাদরাসা শিক্ষার উন্নয়নে ঐতিহাসিক ভূমিকা পালন করছেন। তিনি টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে দেশের আলেম ওলামাগণকে অগ্রণী ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র সভাপতি বজলুল হক হারুন এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কঠিন বিপ্লব চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, দেশের আলেম-ওলামাগণ হচ্ছেন আদর্শ মানুষ গড়ার কারিগর। টেকসই উন্নয়নে আলেম সমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। বজলুল হক হারুন এমপি মাদরাসা ছাত্রদের দ্বীনি শিক্ষার পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞার্নাজনের ওপরগুরুত্বারোপ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।